বৃহস্পতিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৪ঠা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

গাজায় হামাসের নতুন নেতৃত্ব, ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৫, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :ইয়াহিয়া সিনওয়ারপৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকার জন্য নতুন নেতা নির্বাচন করেছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে ইয়াহিয়া সিনওয়ারের হাতে গাজার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা দিচ্ছে সশস্ত্র এই সংগঠন।

হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব কথা জানিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, এখন থেকে হামাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়নে বড় ধরনের ভূমিকা থাকবে সিনওয়ার। নীতিমালা প্রণয়নে নির্বাহী নেতৃত্বের একজন সদস্য হবেন তিনি।

গাজার রাজনৈতিক বিশ্লেষক হানি হাবিব বলেন, হামাসের নেতা হিসেবে সিনওয়ারের নির্বাচন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা নিয়ে এলো।

১৯৮০’র দশকের শেষদিকে সিনওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৩ বছরের দীর্ঘ কারাজীবনের শেষে ছয় বছর আগে মুক্ত হন তিনি। ২০১১ সালে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে মুক্ত ১ হাজার ৪৭ জন বন্দির মধ্যে অন্যতম ছিলেন সিনওয়ার।

২০১২ সালের নির্বাচিত ইসমাইল হানিয়েহর স্থলাভিষিক্ত হলতে যাচ্ছেন তিনি।