মঙ্গলবার, ৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৫শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

বিদেশ যাবেন? যাদের মাথায় বিদেশ যাওয়ার পোকা ঢুকেছে তারা একটু পড়ুন।

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৩, ২০১৭

সোনার যৌবন জ্বলে পুড়ে ছাই করে দিবে। যা, মালয়েশিয়ার বেশীরভাগ শ্রমিক আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে- কি ভুলটাই না সে করেছে।যাদের মাথায় বিদেশ আসার পোকা ঢুকেছে, যারা দালালের অমৃত বচনে স্বর্গসুখের আশা করছেন বা ভাবছেন বিদেশ গেলেই একটা ব্যাবস্থা হয়ে যাবে।

 

তাদের বলছি একটু থামুন। আগে চিন্তা করুন যে টাকা বিদেশ গিয়ে উপার্জন করবেন তা দিয়ে এই চাপগুলো মোকাবেলা করতে পারবেন তো? নাহলে বিদেশ করবেন আপনি, আর ফলটা কিন্তু খাবে আরেকজন।

কাজেই ভেবে চিন্তে বিদেশ আসুন। কতদিন বৈধভাবে থাকবেন সেই গ্যারান্টিও নিন। বিশেষ করে অভিভাবকদের বলছি, না ভেবে চিন্তে সন্তানকে বিদেশ পাঠালে শুধু অশান্তিতেই থাকবেন না, সন্তানের জীবন থেকে মূল্যবান বয়সগুলোও হারাবেন।

সোনার যৌবন জ্বলে পুড়ে ছাই করে দিবে। যা, মালয়েশিয়ার বেশীরভাগ শ্রমিক আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে- কি ভুলটাই না সে করেছে।

তাই সবাইকেই বলছি, ভালো মন্দ যে ভিসাতেই আসুন কারো মিথ্যা প্রলোভনে বা প্ররোচনায় ভুল পথে পা দেবেন না। সারাজীবন হয়তো সে ভুলের মাশুল দিতে হবে।

নীচের চাপগুলো না থাকলেই হয়তো বিদেশ আপনার জন্য সফল হতে পারে। নতুবা বলবেন- আগে জানলে কি আইতাম। তাই জানালাম। দালাল হলে আমিও আপনাকে অমৃত বচনে মুগ্ধ করতাম। কিন্তু যতটুকু দিলাম ততটুকু আপনার স্বার্থেই।

এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি আমার কথা শুনবেন না দালালের কথা শুনবেন ভেবে দেখুন।

মানুষের কল্যানে লেখাটি সবাই শেয়ার করুন। আপনার শেয়ারে হয়তো একটি মানুষ বিপদ থেকে বাঁচতে পারে।

এ জাতীয় আরও খবর