সোসিয়েদাদকে হারিয়ে শক্ত অবস্থানে রিয়াল
স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে থেকে বিদায় নিলেও লা লিগায় নিজেদের দাপট বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে নিজেদের ১৯তম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট যথারীতি সবার শীর্ষে বেনজেমা-রোনালদোরা।
এদিন ম্যাচের ৩৮ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কোভাসিচ। রোনালদোর অ্যাসিস্টে দারুণভাবে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। ফলে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বেল-বেনজেমারা।
৫১ মিনিটে দলের সেরা তারকা রোনালদোর গোলেই স্কোর ২-০ করে স্প্যানিশ জায়ান্ট দলটি। আর এবার তার গোলে সহায়তা করেন প্রথম গোলের নায়ক অস্ট্রিয়ান কোভাচিচ। স্কোর লাইন ২-০ করেও ক্ষান্ত হয়নি রিয়াল। সুযোগ পেলেই আক্রমণ চালিয়ে যায়। শেষ মুহূর্তে ম্যাচের ৮২ মিনিটে মোরাতার গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
উল্লেখ্য এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। ২০ ম্যাচ খেলে বার্সেলোনা ও সেভিয়ার পয়েন্ট সমান ৪২।