বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১৯শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

‘রাজনৈতিক রেষারেষিতে মানবতাবিরোধী অপরাধের মামলা হচ্ছে’

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩০, ২০১৭

নিউজ ডেস্ক : তদন্ত সংস্থার সংবাদ সম্মেলনইদানিং রাজনৈতিক রেষারেষিতে মানবতাবিরোধী অপরাধের মামলা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান তদন্তকারী অফিসার সানাউল হক। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলা দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে।’

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাজনৈতিক কারণে এই মামলা হচ্ছে উল্লেখ করে সানাউল হক বলেন, ‘আমরা নিজেদের মতো করে পদ্ধতি বানিয়ে নিয়েছি। সে অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছি কে রাজনৈতিক কারণে মামলা করলো।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এখনও ৬৪৩টি অভিযোগ জমা আছে। তবে কোনটা তদন্ত করবো তা আমাদের বিষয়।’

এ সময় তদন্ত সংস্থার সদস্য হান্নান খান বলেন, ‘এখনও এ ধরনের কিছু অভিযোগ উঠছে। তবে আমরা অপরাধের ধরণ ও অপরাধের গুরুত্ব অনুযায়ী কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘যে পরিমান মানবতাবিরোধী মামলা আছে তা তদন্ত করতে আদালতের সংখ্যা আরও বাড়ানো দরকার। এ জন্য জেলায় জেলায় তদন্ত অফিস থাকা দরকার। কারণ আসামিরা মারা যাচ্ছেন। কেউ বিচার চাইলে বিচার পাওয়ার অধিকার তার আছে। তাই এ বিষয়ে একটা পরিকল্পনা দরকার।’

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান সানাউল হক। আসামিরা হলেন- মো. খলিলুর রহমানসহ (৭২), আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) এবং মো. শাহনেওয়াজ (৮৮)।

এ জাতীয় আরও খবর