বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১৯শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স আইরিশ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩০, ২০১৭

অনলাইন ডেস্ক : এবছরের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছেন আইরিশ মিত্তেনায়র। মুকুট মাথায় দিতে ২৪ বছরের ফরাসি সুন্দরী পেছনে ফেলেছেন ৮৫ প্রতিযোগীকে। প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন মিস হাইতি (রাকুয়েল পেলিজিয়ার) এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মিস কলম্বিয়া (অ্যান্দ্রিয়া তোভার)।

ফাইনাল রাউন্ডে বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে জানতে চাওয়া হয় প্রতিযোগীদের কাছে। উত্তরে ওপেন বর্ডারের বিষয়টিতে বেশি করে হাইলাইট করেন ডেন্টাল সার্জারির ছাত্রী আইরিশ।

তিনি বলেন, “ফ্রান্সে আমরা যতটা সম্ভব বিশ্বায়নের চেষ্টা করছি। মানুষের আদানপ্রদান হোক এটা চাইছি। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা। ”

গত বছর মিস ইউনিভার্সের খেতাব পেয়েছিলেন ফিলিপাইনের পিয়া অ্যালোনজ়ো উরতব্যাক। তবে মিস ইউনিভার্স ক্রাউন প্রথমে পিয়ার মাথায় ওঠেনি। প্রথমে ঘোষণা করা হয়েছিল মিস কলম্বিয়া আরিয়াদনার নাম। কিন্তু তার পরেই হোস্ট হার্ভে মঞ্চে এসে ক্ষমা চেয়েছিলেন। তারপরই মিস ইউনিভার্স ঘোষিত হন পিয়া।