মসজিদে হামলায় কানাডার প্রধানমন্ত্রীর শোক
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কুইবেক সিটিতে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ প্রকাশিত এক বিবৃতিতে তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বিবৃতিতে ট্রুডো বলেন, ‘কুইবেক সিটিতে কালচারাল ইসলামিক সেন্টারে হামলায় ঘটনায় আমি ভীষণভাবে হতবাক, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি।’
তিনি আরও বলেন, ‘মুসলিম উপসনালয় ও শরণার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনার আমরা তীব্র সমালোচনা করি। কানাডার সকল নাগরিকের পক্ষ থেকে আমি এবং আমার স্ত্রী আহত ও নিহতদের স্বজনদের প্রতি সমাবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে যারা আহত হয়েছেন দ্রুতই তাদের আরোগ্য কামনা করছি।’
কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে এবং শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে জানিয়ে ট্রুডো বলেন, ‘এমন সহিংসতা সত্যি হৃদয় বিদারক। বৈচিত্র্যতা আমাদের শক্তি এবং ধর্মীয় সহনশীলতার মূল্যবোধ। আমরা সকলেই কানাডিয়ান, বন্ধুরা এই শক্তিকে ধরে রাখো।’
কানাডার প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, ‘মুসলিম কানাডিয়ানরা আমাদের জাতীয়তায় গুরুত্বপূর্ণ কাঠামো। আমাদের সমাজে, শহরে এবং দেশে এই ধরনের সহিংসতার কোন স্থান নেই। কানাডার আইন প্রয়োগকারী সংস্থা সকল কানাডীয় নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করে। এই হামলায় জড়িতদের ধরতে কাজ করছে কানাডার আইন প্রয়োগকারী সংস্থা। শুধু এই হামলা নয়, একইসঙ্গে এই ধরনের কোন সহিংসতাই সহ্য ধরা হবে না। আজ কুইবেক ও সকল কানাডার নাগরিকের মতো আমরাও শোকার্ত।’
উল্লেখ্য, রবিবার রাতে মাগরিবের নামাজের সময় কানাডার কুইবেক সিটিতে মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে হতাহতদের পরিচয় সম্পর্কে কিছু যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় সময় রবিবার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারে এই হামলা হয়।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কমপক্ষে তিনজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে।
রয়টার্স আরও জানায়, ভারি অস্ত্র নিয়ে একদল পুলিশ মসজিদে ভেতরে প্রবেশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে হাজির হয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
উল্লেখ্য, গত জুন মাসে এই মসজিদের বাইরে অজ্ঞাত পরিচয়ে একটি উপহারের প্যাকেট পাওয়া যায়। সেখানে একটি শুয়োরের ছবি দিয়ে বলা ছিল, মুসলিমরা শুয়োর খায় না।