বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি
দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এর আগে বৈঠকে যোগ দিতে বিশিষ্ট নাগরিকরা বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টে পৌঁছান।
তবে বিকেল ৪টা ১০ মিনিটে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জাজেস লাউঞ্জে পৌছান।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন, বিচারপতি আব্দুর রশিদ, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এস এম এম ফায়েজ, ড. তোফায়েল আহমেদ, সাবেক আইজিপি নুরুল হুদা, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, একে আজাদ চৌধুরী, সুলতানা কামাল, আবুল কাসেম ফজলুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।