সোমবার, ২৪শে এপ্রিল, ২০১৭ ইং ১১ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগরের ভবঘুরে ঝন্টুর আশ্রয় হল সরকারী আশ্রয় কেন্দ্রে

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

নবীনগর (ব্রাহ্মনণবাড়িয়া) প্রতিনিধি : বীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগ ও মহানুভবতায় অসহায় ও ভবঘুরে বৃদ্ধ ঝন্টু (৭০) আশ্রয় পেলেন সরকারী আশ্রয় কেন্দ্রে। অসহায় এই বৃদ্ধ দীর্ঘদিন অর্ধাহারে, অনাহারে ও বিনা চিকিৎসায় অসুস্থাবস্থায় নবীনগর পৌর এলাকার মাঝপাড়া এলাকায় রাস্তায় পড়ে ছিলেন। ফেসবুকে এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পৌঁছে  অসুস্থ, নিরাশ্রয় বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন ও চিকিৎসার দায়িত্ব নেন। নিজের অর্থে উন্নত আহার ও পোষাক পরিচ্ছদের ব্যবস্থা করেন। নবীনগর থানার মাধ্যমে বিভিন্ন থানায় উক্ত বৃদ্ধেত নিকটাত্মীয়ের খোঁজ খবর নেন। কিন্তু বৃদ্ধের কোন আত্মীয় স্বজন বা পরিবার পরিজন না পাওয়ায় প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন রেখে সুস্থ অবস্থায় নিজস্ব উদ্যোগে ঢাকার মিরপুরস্থ সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আজ উপজেলা নির্বাহী অফিসারের আদেশে উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে পুলিশ পাহারায় বৃদ্ধ ঝন্টুকে আশ্রয় কেন্দ্রে পাঠানে। সেখানে তাকে উপযুক্ত চিকিৎসা, সেবা সুশ্রুষা ও আবাসিক নিরাপত্তা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আত্মীয় স্বজন পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা যেত। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেওয়ায় তাঁর নিরাপত্তা ও স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ওখানকার কর্তৃপক্ষের সসাথে আআমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। এখন আর তাকে ভবঘুরে হয়ে বিনা খাদ্যে, বিনা চিকিৎসায় রাস্তায়, রাস্তায় ঘুরতে হবেনা।