চুক্তিই হলো না, আর অভিনয় তো প্রশ্নই আসে না : পরীমণি
---
বিনোদন প্রতিবেদক : ‘চলতি বছর আমার সিডিউল খুব টাইট। এর মধ্যে নতুন ছবিতে অভিনয় করার প্রশ্নই আসে না। এ ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে কোন চুক্তিও হয়নি। ‘ দুলাভাই জিন্দাবাদ শিরোনামের ছবিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বাংলাদেশ প্রতিদিনকে একথা বলেন।
এরমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর উঠে আসে যে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে মনোয়ার হোসেন ডিপজল ও মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন পরীমনি। কিন্তু খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন এ লস্যময়ী।
পরীমণি বলেন, কোত্থেকে কীভাবে খবর উঠে আসলো আমি জানি না। এ ছবির বিষয়ে আর কোন কথা বলতেও চাইনা। শুধু এটুকু বলতে চাই ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির বিষয়ে আমি কিছুই জানি না।
‘দুলাভাই জিন্দাবাদ’-এর কাহিনী লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করছে রাজেশ ফিল্মস। শুটিং শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। ডিপজল, মৌসুমীর সঙ্গে এ ছবিতে বাপ্পী চৌধুরী, মিজু আহমেদ ও আহমেদ শরীফের অভিনয় করার কথা রয়েছে।