রস বিক্রি করে দৈনিক আয় ২ হাজার টাকা
---
নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের খেজুর রসের বেশ সুনাম রয়েছে। তার মর্ধ্যে উজানচর ইউনিয়নের ছোট একটি গ্রাম শেকেরকান্তি।আর এই গ্রামের খেজুর রসের ব্যবসায়ী ফেরদৌস মিয়া (৫০)। উপজেলার প্রায় সবাই খেজুর রস পিয়াসি তাকে আদর করে ডাকে “রসি ফেরদৌস”। ফেরদৌস মিয়ার খেজুর বাগানে গিয়ে দেখা যায়, চোখ ভুলানো মাটির পাতিল কয়েকশ বাঁধা। পাতিলের মুখে চোঙ্গা ও কলসি লাগানো। ফেরদৌস মিয়ার বাগানে খেজুর গাছের সংখ্যা প্রায় ৫০টির মত। ফেরদৌস মিয়া বলেন, এবছর আমার খেজুর বাগানের বেশ ভালো রস উৎপাদিত হচ্ছে। প্রতিদিন প্রায় ৩৫/৪০ কেজি রস গাছ থেকে পাওয়া যাচ্ছে । প্রতি কেজি রস ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে তা বিক্রি করছে ১০০টাকার ও উপরে। জানা গেছে, খেজুর রস বিক্রি করে ফেরদৌস সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। সব খরচ বাদ দিয়ে দৈনিক তার আয় প্রায় ২ হাজার টাকা কাছাকাছি। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলেদের পড়াশুনা করাচ্ছেন তিনি। খেজুর রস চাষে তাকে সহযোগিতা করেন তার স্কুল পড়ুয়া দুই ছেলেও। বাঞ্ছারামপুর উপজেলায় ফেরদৌস মিয়ার খাঁটি খেজুর রসের কথা ব্যাপক চাহিদা রয়েছে। তার বাগানের খেজুর রস সব শ্রেণি পেশার খেজুর রসভোগী অর্ডার করে কিনে থাকে।