রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন, স্মারক লিপি প্রদান

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৯, ২০১৭

নিজস্ব প্রতিবেদক শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারী বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মতো বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫% বার্ষিক প্রবৃদ্ধি, মেডিক্যাল ভাতা, উৎসব ভাতা, বৈশাখী উৎসব ভাতা, বাড়িভাড়া, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদান ও টাইমস্কেল প্রাপ্তির পর বিএড ডিগ্রী গ্রহনকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ফারুকী পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলী মোড়ে এসে মানবন্ধন করে। এতে জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম এর পরিচালনায় পাঁচ শতাধিক শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামছুজ্জামান, মোহাম্মদ আলী, সাহেদ আলী, মোশাররফ হোসেন, মোর্শেদুল ইসলাম, আমির ফয়সাল, শাহ মোঃ ইয়াছিনুল হক প্রমূখ। পরে জেলা প্রশাসক এর কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর দুটি স্মারক লিপি প্রদান করা হয়।