সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে যোগ হল আরো ৫ মেগাওয়াট বিদ্যুৎ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৯, ২০১৭

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগরের বিদ্যুৎ সঞ্চালন লাইনে যোগ হল আরো ৫ মেগাওয়াট বিদ্যুৎ। এটি স্থাপনের ফলে নবীনগরে বিদ্যুৎ চাহিদা অনেকটা পুরন করা যাবে বলে আশা করা যাচ্ছে। গতকাল মঙ্গলবার (১৭/১) ভোলাচং সাব স্টেশনে আনুষ্ঠানিক ভাবে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মারটি স্থাপন করা হয়। যা চলতি সপ্তাহে চালু করা হবে। এটি চালু হলে এখানকার প্রায় বিশ হাজারের মত গ্রাহকের বিদ্যুতের সমস্যা লাঘব হবে। দুর হবে লোডশেডিং । এর আগে ভোলাচং সাব স্টেশনে ১৫ মেগাওয়াট ধারণক্ষমতা ছিল যাকিনা এখন ২০ মেগাওয়াটে উন্নিতকরন করা হয়েছে। এছাড়াও একই এলাকার আওতায় থোল্লা কান্দি সাব স্টেশনে রয়েছে ১০ মেগাওয়াট ধারণক্ষমতা। সব মিলিয়ে নবীনগর এখন ৩০ মেগাওয়াটের আওতায় রয়েছে।এটি স্থাপনের ফলে অতিরিক্ত বিশ হাজারের মত গ্রাহকের বিদ্যুৎ সুবিধা দেয়া যাবে ও লোডশেডিং হ্রাস পাবে। এছাড়াও পল্লিবিদ্যুত এলাকায় তিন নং ফিডার ওভারলোড থাকার এ সমস্যা নিরসনেও ডবল সার্কিট লাইন বসানো হচ্ছে , এ পক্রিয়া চলমান রয়েছে। এব্যপারে স্থানীয় পল্লিবিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আহমদ শাহ আল জাবের জানান, উপজেলায় মোট গ্রাহক সংখ্যা রয়েছে ৬১হাজারের মত। প্রতিমাসে দেড় হাজারের মত নতুন সংযোগ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়বে। এছাড়া জেলার বাঞ্ছারামপুর হয়ে তিতাস গ্রীড লাইন চালু হলে ওই গ্রীডের মাধ্যমে আমরা এই এলাকার সকলের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হব।