বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ইতালির ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ফিরে পেলেন রেনজি

AmaderBrahmanbaria.COM
মে ১, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজিইতালির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ফিরে পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। রবিবার অনুষ্ঠিত প্রাইমারিতে দলের সমর্থকদের ভোটে পুনরায় নেতৃত্ব পেলেন তিনি। এ জয়ে রেনজি আবারও দেশটির জাতীয় রাজনীতির আলোচনায় সামনে নিয়ে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনেক পেছনে ফেলে বড় ব্যবধানে জয়ী হয়েছে রেনজি। মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। রেনজি দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনমন্ত্রী আন্দ্রেয়া ওরলান্দো ও আঞ্চলিক গভর্নর মিচেলি এমিলিয়ানো।

জয়ের পর সামাজিকমাধ্যমে রেনজি লিখেছেন, এটা অনেক বড় দায়িত্ব। যেসব নারী-পুরুষ ইতালির ওপর আস্থা রাখেন তাদের আন্তরিক ধন্যবাদ।

রেনজি এখন ২০১৮ সালের মে অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতালিয়ানরা সার্বিকভাবে সাংবিধানিক গণভোট প্রত্যাখান করলে রেনজি (৪২) গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ডিসেম্বরের ভোটের পর এবং নিজ দল মধ্য-বামপন্থী পার্টির বাম অংশের বিরোধিতার সম্মুখীন হলে রেনজি ফেব্রুয়ারিতে দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। লক্ষ্য ছিল ভবিষ্যত নির্বাচনে নিজের বৈধতাকে পুনরায় অর্জন করা। সূত্র: বিবিসি।