বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষ: পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু

AmaderBrahmanbaria.COM
মে ১, ২০১৭

 
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মার্চ- এপ্রিল ২ মাস ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার থেকে নদীতে মাছ ধরতে শুরু করবে জেলেরা। মৎস্য অধিদপ্তর ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চাঁদপুর জেলার ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেজান্ডার পর্যন্ত ইলিশ মাছের পোনা জাটকাসহ সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছিল।

জেলেরা অলস সময় কাটানোর পর মাছ ধরতে জাল ও নৌকা মেরামত করে আজ নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে। মার্চ-এপ্রিল ২ মাস নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার আনন্দে চাঁদপুরের জেলে পল্লীতে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

জেলে রহিম ও সুভাষ জানান, নদীতে চর জেগেছে ও নদীর নাভ্যতা সংকটের কারণে ইলিশের বিচরণ কমে যাচ্ছে। নদীর পানি এখন গোলা ইলিশ না পাওয়ার সম্ভাবনা বেশী। দেখি ভাগ্যে কি আছে।

জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞার সময় অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত ৪১ হাজার ১৮৯ জন জেলে পরিবারের মাঝে বরাদ্দকৃত ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। যা আগামী জুন মাস পর্যন্ত চলবে। এবার ইলিশের উৎপাদন বাড়বে বলে তিনি জানান।