g বাঞ্ছারামপুরে তিতাস অববাহিকায় ঢোলভাঙ্গা নদীর দখলের মহোৎসব ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে তিতাস অববাহিকায় ঢোলভাঙ্গা নদীর দখলের মহোৎসব !

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৮, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্ম‏ণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার ঢোলভাঙ্গা সহ তিতাস নদীটি।দেখার কেউ নেই।সরকারীভাবে উপজেলা সদরের একাংশের ষ্টীলব্রীজের গোড়ায় ঢোলভাঙ্গা নদী দখল ও বালি ভরাটের মাধ্যমে ‘‘টেম্পুষ্ট্যান্ড’’ আর চকবাজারের বিভিন্ন ময়লা আবর্জনা নিত্যদিন নদীটিতে ফেলার কারনে ঐতিহ্যবাহী ঢোলভাঙ্গা নদীটি ভরাট হয়ে যাচ্ছে।তা ছাড়া বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যাক্তিরা বিশাল পরিমান নদী দখল করায় নদিটির আজ এই করুন দশা। ছবিতে স্পষ্ট প্রতীয়মান হয় যে-‘নদী শুকিয়ে মাটি ভেসে উঠায় চট্রগ্রাম থেকে স্থানীয়ভাবে আমদানীকৃত বাঁশ আটকে আছে।যাত্রীবাহী একটি নৌকা আটকে আছে।নদীর তীর দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা।শুকিয়ে যাওয়া নদী দখল করে রোপন করা হয়েছে ধানী শস্য।প্রভাবশালীরা দখল  করছে নদীর তীর।যার বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারী ২০১৪ হাইকোর্টের একটি বেঞ্চ ঢোলভাঙ্গা নদী দখলমুক্ত করতে একটি স্যুয়োমুটো রুল জারি করলেও দখল থেমে নেই।প্রশাসন নির্বিকার।

এ জাতীয় আরও খবর