সোমবার, ৯ই জানুয়ারি, ২০১৭ ইং ২৬শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

যুবসমাজ বিপথে যাচ্ছে কর্মের অভাবে : এরশাদ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৮, ২০১৭

নিউজ ডেস্ক : দেশের বতর্মান পরিস্থিতিতে কর্মসংস্থানের অভাবে দেশের যুবকেরা বিপথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির, বিনিয়োগ শূন্যের কোঠায়। ব্যাংকে টাকার পাহাড়, বিনিয়োগ করার কেউ নেই। যুবসমাজ বিপথে চলে যাচ্ছে কর্মের অভাবে।’

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে কাকরাইলে এস এ টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ।

এরশাদ বলেন, ‘সেনা ছিলাম, সেনাপ্রধান ছিলাম। রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি, পারিনি। কারণ, এ পথ খুব পিচ্ছিল। আমি লাগাতার ছয় বছর জেলে ছিলাম। এ দেশে কোনো নেতা লাগাতার এত বছর জেল খাটেননি। বঙ্গবন্ধুও লাগাতার তিন বছর জেল খেটেছেন।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যমুনা সেতুর কাজ শুরু করেছিলাম। ১০ হাজার কিলোমিটার পাকা রাস্তা করেছি। ৫০৮টি সেতু করেছি। ৪৬০টি উপজেলা করে গ্রাম পর্যায়ে উন্নয়নের ছোঁয়া দিয়েছি। তারপরও নাকি আমি স্বৈরাচার! কিন্তু কোথাও আমার নাম নেই।’

এস এ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাপার সাবেক মহাসচিব মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ।