শনিবার, ৭ই জানুয়ারি, ২০১৭ ইং ২৪শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

আজ মারজান গেছে, কাল টারজান যাবে : তথ্যমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বেড়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এনবিএর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জঙ্গিবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এক চুলও ছাড় দেব না। জেএমবি সদস্য মারজানের মতো বাকি জঙ্গিদেরও একই পরিণতি হবে। আজ মারজান গেছে, কাল টারজান থাকলে সেও চলে যাবে। আমরা থাকব, সভ্যতা থাকবে, বাংলাদেশ থাকবে।’

এ সময় হাসানুল হক ইনু আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনটা যাপিত জীবনের চলমান চাকাকে রক্ষা করেছিল। ওই নির্বাচনটা ভয়-ভীতি, জঙ্গি, সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করেনি।’

গত বছরের ২ সেপ্টেম্বর এনবিএর তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনবিএর পুনর্নির্বাচিত সভাপতি ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম হোতা নুরুল ইসলাম মারজান ও তাঁর সহযোগী সাদ্দাম নিহত হন।