সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে আবারও সংঘর্ষ : মহাসড়কে যান চলাচল বন্ধ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামবাসী ও সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে থানার পুলিশ। পুলিশ জানায়, দুই পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত। এ ঘটনায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে বেলা ১১টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

যাত্রীবাহী লোকাল বাসের ভাড়া আদায় নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়। ওই দিনও দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজকের ঘটনায় খাঁটিহাতা গ্রামের পক্ষে পাশের আরও পাঁচ-ছয়টি গ্রাম যোগ দেওয়ায় সংঘর্ষ বড় আকার ধারণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইলে বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করতে জেলা পুলিশের কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর