মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে চাতাল থেকে আমন চাল সংগ্রহ শুরু

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৪, ২০১৬

নিজস্ব প্রতিনিধি : আশুগঞ্জে সরকারি ভাবে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ এই বছরের অভিযান শুরু হয়েছে।আজ  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদামে এই চাল সংগ্রহ অভিযান শুরু হয়।

চলতি বছরে আমন সংগ্রহ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরকারিভাবে স্থানীয় বিভিন্ন চাতাল থেকে ৩ হাজার ৯০১ টন সিদ্ধ ও ১১ হাজার ১২৩ মেট্রিকটন আমন চাল সংগ্রহ করবে সরকার। এবছর সরকারি ভাবে সিদ্ধ চাল প্রতি কেজি ৩৩ টাকা ও আতব চাল প্রতি কেজি ৩২ টাকা দাম নির্ধারন করা হয়েছে।

চাল সংগ্রহ কমিটির সভাপতি ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আাশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু কাউছার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. জিয়াউল করিম খান সাজু, সাধারন সম্পাদক মো. ওবায়দুল্লা, আশুগঞ্জ চাল কল মালিক সমিতির সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হাজী মো. শাহজাহান সিরাজী প্রমূখ।