বিনোদন ডেস্ক : ঢালিগঞ্জের বস সিনেমার সিকোয়েল হচ্ছে এটা পুরনো খবর। নতুন খবর হলো বস-২ তে জিৎ এর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। যদিও এই সিনেমায় জিৎ এর বিপরীতে শুভশ্রীর অভিনয় করার কথা ছিল। কিন্তু অজানা কারণে শুভশ্রী বাদ পড়েছেন। আর যোগ হয়েছেন নুসরাত ফারিয়া।
‘বস ২’ হবে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত। জিৎ-এর প্রযোজনা সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনাতেই তৈরি হবে এই ছবি। পরিচালকও যৌথ— টলিউডের বাবা যাদব এবং ঢালিউডের আবদুল আজিজ।
প্রসঙ্গত, ‘বস’ ছবিটি একটি তামিল ছবির রিমেক। সেই ছবির হিন্দি রিমেক হওয়ারও কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে এবং খুব সম্ভব সামনের বছর ঈদ অথবা পুজার সময় মুক্তি পাবে ছবিটি। এর আগে জিৎ-এর সঙ্গে ‘বাদশা’ ছবিতে কাজ করেছেন ফারিয়া। সেটিও ছিল ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা। জিৎ-এর সঙ্গে আবারও কাজ করতে পেরে অত্যন্ত খুশি ফারিয়া। টলিউডেও ইতিমধ্যে অনেকেই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন জিৎ-কে।