বিনোদন প্রতিবেদক : গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জের বিচারিক হাকিমের আদালত। আজ বৃহস্পতিবার বিচারক শহীদুল আমীন এ আদেশ দেন।
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
গত ১৩ এপ্রিল গানটির মূল গীতিকার বাউল জবান আলী দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাউল জবান আলীর রচিত গান ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ কণ্ঠশিল্লী কুমার বিশ্বজিৎ তাঁর ‘রোদেলা দুপুর’ অ্যালব্যামে গেয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল। এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল বাজার থেকে সংগ্রহ করে তাঁর পরিচালিত ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেছেন। আর মূল গীতিকার বাউল জবান আলীর অনুমতি না নিয়েই কবির বকুল গানের অনেক শব্দ পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করেছেন। নয়া দিগন্ত অনলাইন