নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের লাইফ সাপোর্ট পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্ট ছাড়া খাদিজা কত সময় থাকতে পারেন সে বিষয়ে পরীক্ষা করেছেন তারা।
চিকিৎসকেরা জানিয়েছেন, খাদিজা ভালোই সাড়া দিচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। লাইফ সাপোর্ট ছাড়া সব সময় শ্বাস নিতে পারলে লাইফ সাপোর্ট পুরোপুরি খুলে দেওয়া হবে।
বেলা পৌনে তিনটার দিকে এ কথা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা লাইফ সাপোর্ট খুলে টেস্ট করছি যে, খাদিজা কতক্ষণ থাকতে পারেন।’
যদি খাদিজা লাইফ সাপোর্ট ছাড়া থাকতে পারেন তাহলে তা সংবাদ মাধ্যমকে জানানো হবে বলেও জানান এই চিকিৎসক।
গত ৩ অক্টোবর সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের পুকুরপাড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম অমানবিকভাবে খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
খাদিজার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথার আঘাত ছিল গুরুতর। ওই হাসপাতালে মাথায় প্রথম দফা অস্ত্রোপচারের পর ওই রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ৪ অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। থাকে রাখা হয় লাইফ সাপোর্টে।