আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন আইএসের হয়ে হামলা পরিকল্পনার অভিযোগে বুধবার দুই তরুণকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। গ্রেফতারকৃতদের বয়স ১৬ বছর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিতক সংবাদমাধ্যম বিবিসি।নামাজের স্থানের পেছনের একটি লেনওয়ে থেকে তাদের গ্রেফতার করে পুলিশের একটি সন্ত্রাসবিরোধী টিম। তাদের বিরুদ্ধে বেয়নেট স্টাইলে ছুরি বহন এবং আইএসের প্রতি আনুগত্যের শপথ সংক্রান্ত নোট পাওয়ার অভিযোগ করেছে পুলিশ। ছুরিগুলো ওইদিনই কেনা হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তরুণদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হবে।
দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের খবরে বলা হয়েছে, ওই তরুণদের একজন দোষী সাব্যস্ত হওয়া এক সন্ত্রাসীর পুত্র। তবে এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।
ওই তরুণদের স্থানীয় শিশু আদালতে তোলা হয়নি এবং কোনও জামিনের আবেদনও করা হয়নি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের ডেপুটি কমিশনার ক্যাথেরাইন বার্ন সাংবাদিকদের বলেন, আইএসের দ্বারা অনুপ্রাণিত হয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল-আমরা এমন বক্তব্য তুলে ধরবো। তবে তাদের কোনও লক্ষ্যবস্তু থাকার বিষয়ে আমাদের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।