২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » » শনিবার ঢাকায় এশিয়া কাপ হকি শুরু


শনিবার ঢাকায় এশিয়া কাপ হকি শুরু


Amaderbrahmanbaria.com : - ২৩.০৯.২০১৬

সাত দেশের অংশগ্রহণে ঢাকায় এশিয়া কাপ হকির আসর বসছে। তবে এই খেলা বড়দের নয়। অনূর্ধ্ব-১৮ দলের এশিয়া কাপ শুরু হচ্ছে শনিবার থেকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট কে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ইতোমধ্যে ৬ দেশ ঢাকা এসে পৌঁছেছে। অতিথি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, হংকং, ওমান, চাইনিজ তাইপে, চীন ও স্বাগতিক বাংলাদেশ।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হকি স্টেডিয়ামে সকাল ১১ টায় চীন খেলবে হংকংয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় পাকিস্তান খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। দিনের শেষ ম্যাচে লড়াই হবে স্বাগতিক বাংলাদেশ আর ভারতের মধ্যে। এই ম্যাচটি নিয়েই যতো উত্তেজনা হকি অঙ্গণে। খেলাটি অনূর্ধ্ব-১৮ দলের হলেও এশিয়া কাপের এই আসর নিয়ে ক্রীড়াঙ্গণে উত্তেজনার কমতি নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক হকি তারকা আব্দুস সাদেক বলেছেন, জুনিয়রদের এশিয়া কাপ হলেও দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা থাকবে। এই আসরে ভারত, পাকিস্তান আর বাংলাদেশকে ফেভারিট মনে করছেন তিনি। খেলা দেখার জন্য কোনো টিকিট লাগবে কীনা সেটা পরিষ্কার করে বলতে পারেনি টুর্নামেন্ট কমিটি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close