অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে দুই মুখসহ জন্ম হয়েছে এক জীবিত বাছুরের। বাছুরটি এখনও জীবিত আছে যা বিস্মিত করেছে দেশটির প্রাণী বিভাগকে। ডব্লিউডিআরবি-টিভিকে বাছুরটির মালিক স্ট্যান ম্যাককাবিন বলেন, শুক্রবার বাছুরটি জন্মানোর সময় মনে হয়েছিল যমজ বাছুর জন্ম নিচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি আবিষ্কার করি, এটা সম্পূর্ণ ভিন্ন এক বিষয়।
নারী এই বাছুরটি দুটি নাক, দুটি মুখ এবং চারটি চোখ নিয়ে জন্ম নেয়া। এর মধ্যের দুটি চোখ কাজ করছে না এবং সে হাটতে পারছে। ম্যাককাবিন জানান, বাছুরটি নির্দিষ্ট একটি স্থানে চক্কর কাটতে থাকে এবং এক সময় পড়ে যায়।
পরিবারটির পক্ষ থেকে দাবি করা হয়, এ ধরণের ত্রুটি নিয়ে জন্মানো সকল প্রাণী অসুস্থ ও দুর্বল হয়ে থাকে। কিন্তু এই বাছুরটি সুস্থ এবং সে স্বাভাবিক ভাবে খাবারও গ্রহণ করছে।
ম্যাককাবিনের স্ত্রী ব্রান্ডি জানায়, তার ৫ বছরের মেয়ে এই বাছুরটির নাম ‘লাকি’ দিয়েছে। কারণ সে আসলেই ভাগ্যের কারণে বেঁচে আছে। এনডিটিভি।