আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বিপণিবিতানে (শপিংমল) ধারালো অস্ত্রসহকারে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী বলে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানায় পুলিশ।
বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটা অঙ্গরাজ্যের সেইন্ট ক্লাউড শহরের ক্রসরোডস সেন্টার বিপণিবিতানে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ এএফপিকে জানায়, ক্রসরোডস সেন্টারে এখনো অনেকে আটকে আছেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজন একজন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, মিনেসোটার বিপণিবিতানে হামলায় আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের মধ্য কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ক্রসরোডস সেন্টারটি বন্ধ রাখা হয়েছে। সেখানেই হামলাকারীর লাশ পড়ে আছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।
এদিকে, ঘটনার সময় বিপণিবিতানে থাকা অনেকে গুলির শব্দ শুনেছেন বলেও দাবি করেন।