কাশ্মীরে ভারতীয় সেনা সদর দপ্তরে সন্ত্রাসী হামলা ঘটনায় দু’দেশের উত্তেজনার মধ্যে ভারতে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘যুদ্ধ বেধে গেলে বারতের ওপরে পরমাণু অস্ত্র প্রয়োগে মোটেই কুন্ঠিত হবে না পাকিস্তান।’
তিনি বলেন, ‘ পরিস্থিতিই সিধান্ত নেবে পরমাণু বোমা বর্ষণ হবে কি না। তবে আমাদের অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে আত্মরক্ষায় আমরা সব কিছুই করবো।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে রোববার খাজা আসিফ এ কথা বলেছেন বলে সোমবার ভারতীয় প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ এ খবর দিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ‘জম্ম ও কাশ্মীরে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে।’
প্রসঙ্গত, এতোদিন নানা ইস্যুতে পাকিস্তান ও ভারত একে অন্যকে হুমকি দিয়ে আসলেও এবারই প্রথম ভারতকে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান।