২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলি, বাংলাদেশি ব্যবসায়ী আহত


চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলি, বাংলাদেশি ব্যবসায়ী আহত


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফর গুলিতে মো.আবির আলী নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।তার অবস্থা আশঙ্কাজনক।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আবীর উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহত আবিরের ভাই আব্দুর রশিদ জানান, আবিরসহ কয়েকজন বিকালে ভারতে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আবির গুরুতর আহত হয়।

তবে,চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, তেলকুপি সীমান্তে তারকাটা কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জোয়ানরা গুলি চালালে আবির আহত হয়।

এদিকে,আহত আবিরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকসরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close