g আইএসের রাজধানীতে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট-তুরস্ক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৪ঠা আগস্ট, ২০১৭ ইং ২০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আইএসের রাজধানীতে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট-তুরস্ক

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৮, ২০১৬

---

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী রাক্কায় যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র ও তুরস্ক হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। তার মতে, অভিযান চালাতে তুরস্কের কোনো সমস্যা নেই। বিবিসি জানায়, চীনে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে জঙ্গি মোকাবেলায় যৌথ অপারেশন চালানোর সিদ্ধান্ত নেয় এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে, ইসলামিক স্টেট ও কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মাসে সিরিয়ার অভ্যন্তরে অভিযান চালায় তুরস্ক। যদিও মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এরদোগানের বক্তব্যের সঠিক কিনা তা নিশ্চিত করেনি। তবে, এক কর্মকর্তা বলেছেন, আইএসকে স্থায়ীভাবে নির্মুল করার জন্য স্থানীয় ফোর্সের সঙ্গে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ ছিল।

এ জাতীয় আরও খবর