১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


হন্ডুরাসকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল


Amaderbrahmanbaria.com : - ১৮.০৮.২০১৬

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের সেমিফাইনালে হন্ডুরাসকে ৬ গোল দিয়ে ফাইনালে উঠে গেছে স্বাগতিক ব্রাজিল।

এদিন ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের ব্যবধানে গোল করে রেকর্ড গড়েন নেইমার। অলিম্পিকের ইতিহাসে এটি দ্রুততম গোল।

মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল। ২৬তম মিনিটে এবং ৩৫তম মিনিটে পরের দুই গোল করেন গ্যাব্রিয়েল জিসুস।

জিসুসের দুটি গোলই ছিল দেখার মতো। প্রথম গোলটি করার সময় কিপারের মুখোমুখি অবস্থান থেকে আলতো টোকায় বল জালে পাঠান।

আর পরের গোলটি করেন আরো দক্ষতার সঙ্গে। একদম পোড় খাওয়া স্ট্রাইকারের ভঙ্গিমায়। বাঁ উইং ধরে বল নিয়ে একাই বক্সের ভেতর ঢুকে যান। তারপর আরেকটি আলতো টোকায় নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে মারকুইনোস ব্যবধান বাড়ান। লুয়ান পঞ্চম গোল করেন ৭৯তম মিনিটে। ম্যাচের একদম শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ শেষ করে দেন ওই নেইমার।

টুর্নামেন্টে ব্রাজিলের শুরুটা ভালো না হলেও কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দলটির চেহারা অনেকটাই বদলে দিয়ে গেছে।

পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিল কখনোই অলিম্পিক জিততে পারেনি। এবার ঘরের মাঠে সোনার স্বপ্নে বিভোর পেলের দেশ।

রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে নাইজেরিয়া।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close