নাগরিক সেবা বাড়াতে ঢাকাকে ছোট করা হয়েছে, ভবিষ্যতে আরও ছোট করা হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ আগস্ট) সকালে রাজধানীতে প্রধানমন্ত্রী কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আগামী ২০-৩০ বছর পর দেশের জনসংখ্যা কত হবে, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের বিষয় বিবেচনা করেই তার সরকার উন্নয়ন পরিকল্পনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।