মাহবুব খান বাবুল,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউপিজিপি’র সহযোগীতায় অনুষ্ঠিত হয় এ কর্মশালা। ইউনিয়ন পরিষদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে এটি দ্বিতীয় পর্যায়ের কর্মশালা। এর আগে আরো ৪টি ইউনিয়নের কর্মশালা সম্পন্ন হয়েছে। আজকের কর্মশালায় সরাইল সদর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যানসহ ৬৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। আগামী ৫ বছর প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিশদ ধারনা দেয়া হয়। এ ছাড়া পরিকল্পনা মাফিক তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন, সামাজিক সমস্যার সমাধান, সরকারি ভাতাদির সুষ্ঠু বন্টন, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠনে তাদের করনিয় ব্যাখ্যা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন- সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, মোঃ শাহজাহান মিয়া, মোঃ শরাফত আলী, মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও মোঃ সাইফুল ইসলাম।