স্পোর্টস ডেস্ক :২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের চাকতি নিক্ষেপে স্বর্ণ জিতেছিলেন ক্রোয়েশিয়ার স্যান্দ্রো পারকোভিচ।
রিও অলিম্পিকেও তিনি স্বর্ণ জিতেছেন মঙ্গলবার। মেয়েদের চাকতি নিক্ষেপের ইতিহাসে তিনি দ্বিতীয় কোনো নারী, যিনি টানা দুই অলিম্পিকে স্বর্ণ জিতেছেন।
চাকতি নিক্ষেপের পদক জয়ের ক্ষেত্রে তিনি হট ফেভারিট ছিলেন। কিন্তু প্রথম দুই থ্রোতে খারাপ করে এক সময় ছিটকে পড়তে যাচ্ছিলেন।সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্বর্ণ জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী এই সুন্দরী। তৃতীয় থ্রোতে ৬৯.২১ মিটার ছুড়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন পারকোভিচ।
৬৬.৭৩ মিটার ছুড়ে রৌপ্য জিতেছেন ফ্রান্সের ৩৭ বছর বয়সী মেলিনা রবার্ট মিকোন। তিনি জাতীয় রেকর্ড গড়েন। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে পদক জয়ের রেকর্ড গড়েছেন মেলিনা।গেল বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী কিউবার দেনিয়া কাবারেলোকে আজ অবশ্য ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।