বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছিল, এই বছরের নভেম্বর বা ডিসেম্বরে নিকাহ করবেন সালমান খান। পাত্রী লুলিয়া ভান্তুর, তা নিয়েও আর কোনও সংশয় নেই। দিনকয়েক আগে দু’জনে মিলে দলাই লামার সঙ্গে দেখা করে এসেছেন। শুধু তা-ই নয়, বিভিন্ন জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে। সালমানের বাড়ি এবং পরিবারেও লুলিয়ার অবাধ যাতায়াত। কান পাতলে শোনা যায়, সালমানের বিভিন্ন পারিবারিক বিষয়ে লুলিয়ার মতামতকে আজকাল গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সব শুনে এত দিন যাঁরা মনে করতেন, বিয়ে পাকা, এই খবরে তাঁদের জোর ধাক্কা লাগবে। সালমান-লুলিয়ার বিয়ে হয়ে গিয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। লুলিয়া রোমানিয়ার মেয়ে। নিজের দেশে জনপ্রিয় মডেল। সম্প্রতি রোমানিয়ার প্রথম সারির ট্যাবলয়েড ‘‘ক্লিক’’-এ তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে লুলিয়াকে বলা হয়েছে ‘‘দোয়ামনা খান’’। রোমানিয়ার ভাষায় এই শব্দের অর্থ ‘‘শ্রীমতী খান’’। ‘‘দোয়ামনা’’ একটি রাজসিক সম্বোধনও বটে।
এর পরেই প্রশ্ন উঠেছে, কেন ওই পত্রিকায় লুলিয়াকে ‘‘মিসেস খান’’ বলে সম্বোধন করা হল? তা হলে কি রোমানিয়ায় গিয়েই বিয়েটা সেরে এসেছেন সালমান? ফলে সালমানের পরিবারে লুলিয়ার অবাধ যাতায়াত এবার আলাদা মাত্রা পাচ্ছে। যদিও, একটি সূত্রে বলা হচ্ছে যে, এখনও সালমান-লুলিয়া একসঙ্গে থাকেন না। শুধু তা-ই নয়, বিয়ে করলে কেন সালমান কা লুকিয়ে রাখবেন, সে প্রশ্নও উঠেছে।