১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


বঙ্গোপসাগরে শতাধিক জেলে নিখোঁজ


Amaderbrahmanbaria.com : - ১৭.০৮.২০১৬

গভীর সমুদ্রে ইলিশ শিকারে গিয়ে পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরের ১২টি মাছধরার ট্রলারসহ প্রায় শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।
বুধবার সকাল থেকে তাদের কোনো হদিস মিলছে না। আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রলারগুলো ৫-৬দিন আগে মাছ ধরতে সাগরে যায়। গতরাতে তারা সুন্দরবনের ফেয়ার বয়ার নিকট অবস্থান করছিল। আজ সকাল থেকে তাদের সাথে কোনো রকম যোগাযোগ সম্ভব হয়নি। ট্রলারগুলোর মধ্যে এফবি মালিহা, এফবি সালেহা, এফবি মা-মনি, এফবি মায়ের দোয়া, এফবি ফারজি, এফবি শুকতারা, এফবি জাহানারা, এফবি তামান্না ট্রলারের নাম জানা গেছে। ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়েছে নাকি বৈরী আবহাওয়ার কারণে নেটওয়ার্কের বাইরে চলে গেছে এমন কথা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্প ইনচার্জ চীফ পেটি অফিসার আলিম মোবাইল ফোনে জানান, তাদের কাছে এখন পর্যন্ত ট্রলার নিখোঁজের কোনো তথ্য নেই।
তবে পাথরঘাটা কোষ্টগার্ড ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আব্দুর রউফ মোবাইল ফোনে জানান, পাথর ঘাটার একটি ট্রলার ইঞ্জিন বিকল অবস্থায় নিখোঁজ রয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে নিরাপদে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close