নিউজ ডেস্ক : ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব আইয়াদ আমীন মাদানি দু’দিনের এক সরকারি সফরে আজ বুধবার ঢাকায় আসছেন।
আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পর্কে আলোচনা করতে মহাসচিব এ সফরে আসছেন বলে জানা গেছে।
গুলশানে ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পরপরই ওআইসি মহাসচিব এক বার্তায় তার নিন্দা জানিয়েছিলেন। এবারের সফরকালে গুলশান হামলার হতাহতদের প্রতি সম্মান জানাবেন বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জুনে সৌদি আরব সফরে গেলে সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে মাদানি সাক্ষাৎ করেছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী নিজেই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট, রোহিঙ্গা সমস্যা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।
ওআইসি মহাসচিব সফরকালে গাজীপুরে অবস্থিত ওআইসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি পরিদর্শন করবেন বলে জানা গেছে।