নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বুধবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ঘটনার ১১ বছরেও ওই হামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। তাই হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি ও ঘটনার প্রতিবাদে সারাদেশে কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ ছাত্রলীগ।
কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বেলা সাড়ে ১২টায় কালো পতাকা মিছিল বের হবে।