১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ১৮০০ সালে জন্ম নেয়া পৃথিবীর শেষ মানুষ!


সাবধান! বাড়ছে ‘সেলফি এলবো’ সমস্যা


Amaderbrahmanbaria.com : - ১৬.০৮.২০১৬

অনলাইন ডেস্ক : মুখের সামনে একটু উঁচুতে এক বিশেষ অ্যাঙ্গেলে ধরা মোবাইল, ক্যামেরা ঘোরানো উল্টো দিকে, সামনে কখনও হাসিমুখ, কখনও বা পাউট, কব্জিটা একটু বেঁকিয়ে এক বিশেষ কায়দায় ক্লিক করলেই হয়ে যাচ্ছে সেলফি। মুহূর্তের মধ্যে সেই ছবি আপলোড সোশ্যাল মিডিয়ায়। আর তার পর কয়েক মিনিটের মধ্যেই লাইক, কমেন্টের বন্যা। এই ঘটনা প্রতি মিনিটেই ঘটে চলেছে। স্মার্টফোনের জন্মলগ্ন থেকেই জীবন জুড়ে গিয়েছে সেলফির সঙ্গে। আর সেই সঙ্গেই নাকি উড়ে এসে জুড়ে বসেছে এক ভয়াবহ বিপদ। চিকিৎসকরা একে বলছেন ‘সেলফি এলবো।’

গত মাসে এক মার্কিন সাংবাদিক কনুইতে অদ্ভুত যন্ত্রণার সমস্যা যান চিকিৎসকের কাছে। পরীক্ষা করে দেখা যায় প্রতিদিন সেলফি তোলার অভ্যাস রয়েছে ওই সাংবাদিকের। মুম্বাইয়ের সান্তাক্রুজের এক মডেল মনোজ দেশাইও এই বিশেষ সমস্যায় আক্রান্ত বলে জানা গিয়েছে। অতিরিক্ত সেলফি তোলার কারণেই এই সমস্যার সূত্রপাত বলে এর নাম ‘সেলফি এলবো।’

এই সমস্যার সমাধানের প্রশ্নে চিকিৎসকরা জানাচ্ছেন, সেলফি তোলার আগে ও পরে আর্ম স্ট্রেচ ও সেলফি স্টিকের ব্যবহারই একমাত্র সমাধান হতে পারে। ব্যথা হচ্ছে বলে সেলফি তোলা তো আর বন্ধ করা যায় না!
সূত্র: আনন্দবাজার পত্রিকা





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close