নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার সন্ধ্যায় ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের একটি ক্ষেতে কৃষি কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের জামাল শেখের ছেলে আবু বকর শেখ বকু (৪২), ওয়াজউদ্দিন মণ্ডলের ছেলে লাল মিয়া (৪৫) ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কজিমকান্দা গ্রামের হেলাল শিকদার আবুল শাহ (৩৫)।
আহত হন চর বালিয়াকান্দি গ্রামের শুকুর আলী প্রামানিকের ছেলে হায়দার প্রামানিক (৩৮)।
স্থানীয়রা জানান, হতাহতরা কৃষি কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হওয়ায় তারা কৃষি সেচ কাজে ব্যাবহৃত একটি শ্যালো মেশিন ঘরে আশ্রয় নেন।
বৃষ্টির মধ্যে হঠাৎ ওই ঘরের ওপর বজ্রপাত হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব দে সরকার তিনজনকে মৃত ঘোষণা করেন।
অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।