রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হিজড়া পেলো রূপচর্চা প্রশিক্ষণ সনদ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২, ২০১৬

আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দিনব্যাপী রূপপর্চা প্রশিক্ষণ সম্পন্নকারী ৫০ জন হিজড়াকে প্রশিক্ষণ সনদ ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তাদের মধ্যে সনদ বিতরণ করেন।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সমাজ সেবা অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক জেড এম মিজানুর রহমান খান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল-আমীন শাহীন।
বক্তারা বলেন- হিজড়াদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও তাদের গড়ে তুলতে পারলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বর্তমান সরকার চেষ্টা করছে হিজড়াদের জীবনমান উন্নয়নের। এরই অংশ হিসেবে রূপচর্চাসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
গত ৪ জুন থেকে ৫০ হিজড়াকে নিয়ে রূপচর্চা প্রশিক্ষণ শুরু হয়।