বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শ্রমিক নির্যাতন বাড়ে : খালেদা জিয়া

66138_DSC_0589নিউজ ডেস্ক : আজ দেশের শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বেতন-ভাতা বাড়ানো ও মালিকদের জেল-জরিমানা বৃদ্ধি করাসহ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিটি পর্যায়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশে শ্রমিক নির্যাতন বেড়ে যায়।’

রোববার (১ মে) বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বেগম জিয়া এসব কথা বলেন।

বেগম জিয়া বলেন, ‘আমরা বরাবরই শ্রমিদের সুবিধা-অসুবিধায় তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজ দেশের খেটে খাওয়া শ্রমিকরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছে। তারা বিচার পাচ্ছে না, ন্যায্য মজুরি পাচ্ছে না। অথচ দরিদ্র শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের সরকার শ্রমিক আইন নীতিমালা বাস্তবায়নে ভূমিকা রেখেছে।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করছেন। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির ভাষণ দেবেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email