ইইউ ত্যাগ করলে ব্রিটেনে বিজ্ঞান বিপর্যয় : হকিং
---
আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছুদিন যাবত ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে চলছে টানাপড়েন। ব্রিটেন বাকি ইউরোপের সাথে থাকবে কিনা সেই প্রশ্নে চলতি মাসে গণ ভোট অনুষ্ঠিত হবে ব্রিটেনে। ইতিমধ্যেই দ্বিধা এবং বিতর্ক তৈরি হয়েছে এই ইস্যুতে। এই অবস্থায় ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং ব্রিটেনকে ইইউ ত্যাগ না করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিটেন আলাদা হলে যুক্তরাজ্যে বিজ্ঞান বিপর্যয় নেমে আসবে।
রয়্যাল সোসাইটির ১৫০ জন বিজ্ঞানীর স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তিনি যুক্তরাজ্যের টাইমস সংবাদপত্রে পাঠিয়েছেন। ইউরোপ ত্যাগ করলে কেন তাতে বিজ্ঞানের ক্ষতি সেটা নিয়েই চিঠিতে বিজ্ঞানীরা আলোচনা করেছেন।
বিজ্ঞানী হকিং এবং অন্যরা চিঠিতে বলেন, ‘ব্রিটেনের বেশিরভাগ তরুণ প্রতিভাবান বিজ্ঞানীরাই আসে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে।’ তারা বলেন, বিজ্ঞানের সাধনায় ইউরোপের সম্মিলিত অর্থ যুক্তরাজ্যের অর্থনীতিতে সাহায্য করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পরিবেশের কারণেই বিজ্ঞানীরা এতদিন ব্রিটেনের দিকেই ধাবিত হয়েছেন। ব্রেক্সিট বা ব্রিটেন এক্সিট হলে এসব বন্ধ হয়ে যাবে।
‘সায়েন্টিস্ট ফর ব্রিটেন’ নামের বিজ্ঞানীদের একটি দল ব্রিটেনের ইউরোপ পরিত্যাগ নিয়ে গবেষণা করছে। দলটির মুখপাত্র লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যানগাস ডাগলেশ বিবিসিকে বলেন, ‘ইউরোপের বাইরে গেলেও ব্রিটেনের এমন কোনো লাভ হবে না। অর্থনীতিতে ধ্বস নামবে। একসাথে থাকলে যে সমস্যাগুলো হবে সেগুলো ইউরোপ থেকে কামানো বাড়তি টাকা দিয়ে সমাধান করা সম্ভব। ইইউ ত্যাগ করলেই বরং বিপর্যয় নেমে আসবে।’