সিরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৪৫
---
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে তিনটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অনন্ত: ৪০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
মাজারটি শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, মাজরটি কাছেই পরপর তিনটি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি গাড়ি বোমা হামলার বলে জানানো হয়েছে।
এর আগেও বিভিন্ন সময়ে ওই মাজারটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে মাজারের কাছে হামলা হয়েছিল।
এমন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন সিরিয়ার সরকারি প্রতিনিধি ও বিরোধী গোষ্ঠীর নেতারা জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা অংশ নিয়েছেন।