g ইউটিউবে যে গানের দর্শকপ্রিয়তা ১০০ কোটি ছাড়িয়েছে [ভিডিওসহ] | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৩শে অক্টোবর, ২০১৭ ইং ৮ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ইউটিউবে যে গানের দর্শকপ্রিয়তা ১০০ কোটি ছাড়িয়েছে [ভিডিওসহ]

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৬

---

sakira-jugantor_2675ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের সময়েই সাকিরার ওয়াকা ওয়াকা গানটি ব্যাপক আলোচিত হয়েছিল। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে থিম সং ছিল এটি। গানটি রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। ১০০ কোটিরও বেশি বার গানটি দেখা হয়েছে।

শাকিরা মানেই ‘হিপস ডোন্ট লাই’। তার কোমড় কথা বলে। সুরের মূর্চ্ছণা তোলে। শাকিরা মানেই ভেসে ওঠে জেরার্ড পিকের মুখ। বার্সলোনার তারকা ফুটবলার পিকের বান্ধবী কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার মুকুটে এবার যোগ হল আরও একটি পালক।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ‘ওয়াকা ওয়াকা’ গানটি তৈরি করেছিলেন শাকিরা। লিওনেল মেসি, জেরার্ড পিকে, নেইমার থেকে আরও অনেককেই দেখানো হয় ভিডিওটিতে।

ইউটিউবে শাকিরার গানটির ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় একশো কোটির বেশি মানুষ। আর এটাই নয়া নজির শাকিরার। তৃতীয় লাতিন শিল্পী হিসেবে এই রেকর্ড গড়লেন ফুটবলার পিকের বান্ধবী। আর তাতেই আবারো খবরের শিরোনামে পপ তারকা শাকিরা। তিন মিনিট ২২ সেকেন্ডের এই গানটি এখনও জনপ্রিয়তার শীর্ষে।

এর আগে ব্রুনো মার্স ও এনরিকে রেকর্ড গড়েছিলেন।

এ জাতীয় আরও খবর