রবিবার, ১০ই ডিসেম্বর, ২০১৭ ইং ২৬শে অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

টপঅর্ডারকে দুশলেন মাশরাফি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৩, ২০১৬

---

2016_01_22_20_24_48_ZURtoyh7wHxEF0w7F9RvsfkXAYqL2z_originalস্পোর্টস ডেস্ক : তৃতীয় টি২০ ম্যাচের তুলনায় শেষ ম্যাচে একটু কমই রান করেছিল সফরকারী জিম্বাবুয়ে। তারপরও ১৮০ রান তাড়া করতে নেমে ১৮ রানে হার মেনেছে স্বাগতিক বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল হেরেছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজটি ছিল বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। তবে এই পরীক্ষা-নিরীক্ষার সিরিজে সফল হতে পারেনি বাংলাদেশ। উল্টো সফরকারীদের কাছে শেষ দুটি টি২০ ম্যাচ বেশ খানিকটা চাপে পড়ে হেরেছে টাইগাররা।

শেষ ম্যাচের হার প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘১৮০ রান তাড়া করতে গিয়ে প্রথম ৩ ওভারে ৪ উইকেট পড়ে গেলে ম্যাচ জয়ের সম্ভাবনা কমে যায়। তারপরও ইমরুল ও রিয়াদ খুব ভালো খেলছিল। কিন্তু ইমরুল আউট হওয়ায় আবার পেছনে পড়ে যাই। তারপরও রিয়াদ-সোহানের জুটিটা হয়েছিল। তবে প্রথমেই চার উইকেট পড়ে যাওয়ায় ব্যাকফুটে চলে যাই আমরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি।’

শেষ টি২০ ম্যাচের উইকেট অনেক ভালো ছিল। যে কারণে প্রতিপক্ষ দলের হ্যামিল্টন মাসাকাদজা দুর্দান্ত ব্যাটিং করেছেন। মুতামম্বি ও ওয়ালার কম যাননি। অথচ সেখানে বাংলাদেশের টপঅর্ডার পুরোপুরি ব্যর্থ। তারপরও মাহমুদুল্লাহর ভালো ব্যাটিংয়ে দল প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বলে মনে করেন মাশরাফি।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শেষ টি২০ ম্যাচের উইকেট অনেক ভালো ছিল। এজন্য আমাদের ব্যাটসম্যানরা ওভারএক্সাইটেড হওয়াই প্রবলেম হয়েছে। আমার মনে হয়, উইকেট যত ভালোই হোক, শুরুতে গিয়ে একটু সেট না হয়ে ব্যাটসম্যানদের মারা কঠিন। আজ (শুক্রবার) দলের সবাই একটু দ্রুত শট খেলেছে। তারপরও রিয়াদ খুব ভালো ব্যাট করেছে। আমরা জয়ের কাছাকাছি গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা শেষ ওভারে ১৫-১৬ রান দরকার হতো, আর আমাদের হাতে একজন স্বীকৃত ব্যাটসম্যান থাকলে ম্যাচটা অন্যরকম হলেও হতে হতো। তবে শেষদিকে বোলাররা থাকায় তারা চাপে পড়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

  • সরাইলে ২১দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরুসরাইলে ২১দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু
  • বাঞ্ছারামপুরে ইভটিজিং এর অপরাধে সাজাবাঞ্ছারামপুরে ইভটিজিং এর অপরাধে সাজা
  • সেলফি দেখে লেনদেনসেলফি দেখে লেনদেন
  • সমাজকে মাদকমুক্ত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে-আবুল কালাম আজাদসমাজকে মাদকমুক্ত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে-আবুল কালাম আজাদ
  • শিমুর টেস্টটিউব বেবি!শিমুর টেস্টটিউব বেবি!
  • প্রেমের ক্ষেত্রে কোন রাশির মেয়েরা কেমন?প্রেমের ক্ষেত্রে কোন রাশির মেয়েরা কেমন?
  • বন্দিদের গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করল আইএসবন্দিদের গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস
  • মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দামিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দা
  • বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার বই অনলাইনেবাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার বই অনলাইনে
  • ঘুমোতে যাওয়ার আগে সফল ব্যাক্তিরা যা করেন… ঘুমোতে যাওয়ার আগে সফল ব্যাক্তিরা যা করেন…
  • লিবিয়ায় বানরকে কেন্দ্র করে গোত্র সংঘর্ষ, নিহত ২০লিবিয়ায় বানরকে কেন্দ্র করে গোত্র সংঘর্ষ, নিহত ২০
  • লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’

এ জাতীয় আরও খবর

  • সরাইলে ২১দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু
  • বাঞ্ছারামপুরে ইভটিজিং এর অপরাধে সাজা
  • সেলফি দেখে লেনদেন
  • সমাজকে মাদকমুক্ত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে-আবুল কালাম আজাদ
  • শিমুর টেস্টটিউব বেবি!
  • প্রেমের ক্ষেত্রে কোন রাশির মেয়েরা কেমন?
  • বন্দিদের গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস
  • মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দা
  • বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার বই অনলাইনে
  • ঘুমোতে যাওয়ার আগে সফল ব্যাক্তিরা যা করেন…
  • লিবিয়ায় বানরকে কেন্দ্র করে গোত্র সংঘর্ষ, নিহত ২০
  • লেনোভোর নতুন ‘থিঙ্কসেন্টার এজ৭৩’