সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ভিডিওতে দেখুন মিরপুরে গেইলের সেই বিধ্বংসী সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল। যাকে বলা হয় টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। কিন্তু বিপিএলে এবারের আসরে দু’একটা ম্যাচে ঝড় তুললেও তাকে সেই বিধ্বংসী গেইল মনে হয়নি। তবে ঠিক সময়েই স্বরূপে ফিরলেন ক্যারিবীয়ান তারকা। প্রতিপক্ষের জন্য তিনি কতটা ভয়ংকর হতে পারেন সেটা দেখা গেছে মিরপুরে গতকাল শুক্রবার খুলনা টাইটারের বিরুদ্ধে।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

এদিন, গেইলের ৫১ বলে অপরাজিত ১২৬ রানের সাইক্লোন ইনিংসে ভর করে সহজ জয় পায় রংপুর রাইডার্স। ৮ উইকেটে খুলনা টাইটানসকে হারিয়ে ‘এলিমিনেটর’ থেকে ‘কোয়ালিফায়ারে’ উঠে গেল মাশরাফির দল। ক্রিস গেইল একাই উড়িয়ে দিয়েছেন খুলনাকে। ১৪ ছক্কার সঙ্গে ৬টি বাউন্ডারি। গেইল প্রথম ফিফটি করেন মাত্র ২৩ বলে। দ্বিতীয় ফিফটি করতে আরও এক বল কম খেলেছেন।

মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে গেইল রংপুর রাইডার্সকে জয় এনে দিয়েছেন ২৮ বল হাতে রেখেই।
যদিও মিরপুরের মরা উইকেট খুলনা টাইটানের দেওয়া ১৬৮ রানের টার্গেটকে অনেক বড় মনে হচ্ছিল সবার। তার মধ্যে ২৫ রানের মধ্যে রংপুর রাইডার্সের দুই উইকেট নেই। যার মধ্যে ছিলেন টি-টোয়েন্টির আরেক বড় নাম ব্রেন্ডন ম্যাককালাম। ফলে শুরুতেই বিপদের গন্ধ পেয়েছিল রংপুর। কিন্তু খুনে মেজাজে ব্যাটিং করে মুহূর্তের মধ্যেই শঙ্কার কালো মেঘ নিঃশেষ করে দেন গেইল।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

ফেবারিটদের কী হলো?

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ক্রিকেটারদের ঈদ কেমন কাটছে?

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড