সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শীতের আগাম টমেটোতে স্বপ্ন বুঁনছেন বাঞ্ছারামপুরের চাষীরা।

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : শীতের আগাম টমেটো উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর,আইয়ূবপুর,দরিয়াদৌলত ও ছলিমাবাদ ইউনিয়নে শতাধিক চাষি। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়াসহ বেশি মূল্য পেতে এবার আগাম জাতের টমেটোর চাষ করেছেন তারা। গাছে গাছে থোকা থোকা ফলও ধরেছে বেশ ভালো।

চলতি মাসের মাঝামাঝি সময়েই এসব টমেটো বাজারে আসবে বলে আশায় বুক বেঁধে আছেন কৃষকরা। প্রত্যাশামতো সঠিক সময়ে টমেটো তুলে লাভবান হওয়ার স্বপ্নও দেখছেন।স্বপ্ন দেখছেন দ্বিগন/তিনগুন দামে হয়তো বাজারে বিকানো যাবে।

কৃষকরা জানান, গত মৌসুমে দীর্ঘ বৃষ্টিতে বর্ষাকালীন সবজি উৎপাদনে ব্যর্থ হয়েছেন তারা। সে ক্ষতি পুষিয়ে নিতে এবং মৌসুমের শুরুতেই বেশি মূল্য পেতে বাণিজ্যিকভাবে টমেটোর চাষে নেমেছেন।
তাদের দাবি, অন্য ফসলের তুলনায় স্বল্প সময়ে শীতকালীন টমেটোর চাষে দ্বিগুণ লাভ হয়। গত কয়েক বছরে ভাগ্য বদলও হয়েছে এ এলাকার অনেক কৃষকের। তাই টমেটোর চাষে আগ্রহ বাড়ছেই।
বাঞ্ছারামপুর কৃষি বিভাগের দাবি, গত কয়েক বছরে টমেটোর বাজার সন্তোষজনক পর্যায়ে পৌঁছানোয় চাষ বাড়ছে। এ অঞ্চলে আমন ধান ওঠার পর পরই শীতের আগাম জাতের টমেটো উৎপাদন করা যায়। স্থানীয় বাজারে প্রথম দফায়ই বেশি দাম পেয়ে বেশ লাভবান হন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, উপজেলার ৫টি ইউনিয়নে টমেটোর বেশি চাষ হয়। চলতি রবি মৌসুমে জেলার ৫০ হেক্টর জমিতে শীতকালীন টমেটোর চাষ হয়েছে, আরো ৫ হেক্টর জমিতে রোপণ চলছে।

সরেজমিনে উপজেলার শেকেরকান্দি,নগরীরচর,কল্যানপুর গ্রামের কৃষিমাঠ ঘুরে দেখা গেছে, বাঁশের মাচায় শোভা পাচ্ছে সবুজ টমেটো। চাষিরা ব্যস্ত ক্ষেত নিড়ানি ও পরিচর্যায়, বসে নেই কৃষাণিরাও। কারো কারো জমির আগাম টমেটো তোলার উপযোগী হওয়ায় বিক্রিও শুরু করে দিয়েছেন। বাজারে বিক্রি করে ভালো দামও পাচ্ছেন তারা। কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি চমেটো ৬০ টাকা দরে বিক্রি করছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন