g স্মিথ-বেইলির সেঞ্চুরিতে ভারতের বড় স্কোরও কাজে আসলো না | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

স্মিথ-বেইলির সেঞ্চুরিতে ভারতের বড় স্কোরও কাজে আসলো না

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৬

---

during the Victoria Bitter One Day International Series match between Australia and India at WACA on January 12, 2016 in Perth, Australia.

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে তিন সেঞ্চুরি। প্রথমটা ভারতের ওপেনার রোহিত শর্মার। পরের দুইটা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ব্যাটসম্যান জর্জ বেইলির। তবে রোহিতের শতক ম্লান করে দিয়ে ম্যাচ জেতালেন স্মিথ এবং বেইলি।

মঙ্গলবার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে সফরকারীরা। রোহিত শর্মা ১৭১ রান করে অপরাজিত থাকেন। ১৬৩ বলের ইনিংসে ৭টি ছয় এবং ১৩টি চার মারেন তিনি। এছাড়া বিরাট কোহলি ৯১ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ২টি এবং হ্যাজলউড ১টি উইকেট লাভ করেন।

৩১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক স্মিথ ১৪৯ এবং জর্জ বেইলি ১১২ রান করেন।

ভারতের পক্ষে চরন ৩টি এবং অশ্বিন ২টি উইকেট লাভ করেন। আজকের ম্যাচে অভিষেক হয় চরনের।

এ জাতীয় আরও খবর

  • কী ম্যাচ কীভাবে হারল ভারত!কী ম্যাচ কীভাবে হারল ভারত!
  • বিশ্বকাপে ৩ নতুনের কেতন উড়াবে অস্ট্রেলিয়াবিশ্বকাপে ৩ নতুনের কেতন উড়াবে অস্ট্রেলিয়া
  • কোহলির সেঞ্চুরি : তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ ২৯৫কোহলির সেঞ্চুরি : তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ ২৯৫
  • টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করলো ভারতটি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করলো ভারত
  • গাপটিলের সেঞ্চুরি : সিরিজ নিউজিল্যান্ডেরগাপটিলের সেঞ্চুরি : সিরিজ নিউজিল্যান্ডের
  • জোহানেসবার্গে শ্বাসরুদ্ধকর ড্র
  • ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু পাকিস্তানেরওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু পাকিস্তানের
  • অকল্যান্ডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
  • শেষ বলের উত্তেজনায় ২ রানে হারল ভারতশেষ বলের উত্তেজনায় ২ রানে হারল ভারত
  • রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৩১০ রানের টার্গেট দিয়েছে ভারতরোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৩১০ রানের টার্গেট দিয়েছে ভারত
  • গাপটিল-উইলিয়ামসনের তাণ্ডবে ১০ উইকেটে হারলো পাকিস্তান
  • কলম্বোয় শ্রীলংকা-অস্ট্রেলিয়া সমানে সমানকলম্বোয় শ্রীলংকা-অস্ট্রেলিয়া সমানে সমান