স্মিথ-বেইলির সেঞ্চুরিতে ভারতের বড় স্কোরও কাজে আসলো না
---
স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে তিন সেঞ্চুরি। প্রথমটা ভারতের ওপেনার রোহিত শর্মার। পরের দুইটা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ব্যাটসম্যান জর্জ বেইলির। তবে রোহিতের শতক ম্লান করে দিয়ে ম্যাচ জেতালেন স্মিথ এবং বেইলি।
মঙ্গলবার পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে সফরকারীরা। রোহিত শর্মা ১৭১ রান করে অপরাজিত থাকেন। ১৬৩ বলের ইনিংসে ৭টি ছয় এবং ১৩টি চার মারেন তিনি। এছাড়া বিরাট কোহলি ৯১ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ২টি এবং হ্যাজলউড ১টি উইকেট লাভ করেন।
৩১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ৪ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে অধিনায়ক স্মিথ ১৪৯ এবং জর্জ বেইলি ১১২ রান করেন।
ভারতের পক্ষে চরন ৩টি এবং অশ্বিন ২টি উইকেট লাভ করেন। আজকের ম্যাচে অভিষেক হয় চরনের।