বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আট ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

খেলা ডেস্ক : ওয়েইন রুনির দক্ষতায় সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে এখন আনন্দে ভাসছে ম্যানচেস্টার ইউনাইটেড শিবির।

টানা আট ম্যাচ জয়ের দেখা পায়নি ম্যান ইউ।

বেশ লম্বা সময় পর ম্যান ইউ-এর এই জয়ে তাই ম্যান ইউ ভক্তদের উচ্ছ্বাসটাও যেন একটু বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ে গোল দুটি করেছেন এন্থনি মার্শাল এবং ওয়েইন রুনি।

জয়ের পর ম্যান ইউ ম্যানেজার লুই ভ্যান হাল বলেছেন, খেলোয়াড়দেরকে নিয়ে তিনি ভীষন খুশী। এই জয় ২০১৬’র শুভ সূচনা বলে উল্লেখ করেছেন ভ্যান হাল।

আট ম্যাচে জয়শূন্য থাকার হতাশা কাটানো এবং সোয়ানসির বিপক্ষে প্রতিশোধের লক্ষ্যে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ম্যান ইউ।

আট ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেডImage copyrightGetty
Image captionম্যান ইউয়ের বিজয়ী গোলটি করেন ওয়েইন রুনি, খেলার ৭৭ মিনিটে গোলটি করেন তিনি।

 

গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে সাফল্যের দেখা পান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। ডান দিক থেকে ওয়েলসের মিডফিল্ডার অ্যাশলে ইয়াংয়ের ক্রসে হেড করে বল জালে জড়ান মার্শাল।

ফলে, ম্যাচের ৪৭ মিনিটে ১-০তে এগিয়ে যায় ম্যানইউ।

খেলার ৭০ মিনিটের মাথায় সিগুরসনের গোলে সমতায় ফেরে সোয়ানসি।

তবে, সাত মিনিট পরেই আরেকবার লিড নেয় ম্যান ইউ।

প্রথম গোলদাতা মার্শালের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন অভিজ্ঞ খেলোয়াড় ওয়েইন রুনি।

এ জয়ে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে ।

Print Friendly, PDF & Email