বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অভিযানে ১৫ বাংলাদেশী আটক

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৮৯ জন বিদেশীকে আটক করেছে। এর মধ্যে ১৫ জন বাংলাদেশী রয়েছে।মঙ্গলবার কেদাহ প্রদেশে প্লাইউট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে তাদেরকে অবৈধভাবে থাকার সহায়তা করার অভিযোগে দেশটির একজন নাগরিককেও আটক করা হয়েছে। খবর দ্য স্টার।

অভিবাসন বিভাগের পরিচালক জুশরি হাসিম বলেন, আটকদের মধ্যে ২৬ জন নেপালের, ২১ জন ইন্দোনেশিয়ান, ২১ জন ভিয়েতনাম, ১৫ জন বাংলাদেশী, ২ জন পাকিস্তানী, চীনের ২ জন এবং কম্বোডিয়া ও মায়ানমারের ১ জন করে নাগরীক রয়েছে।

তিনি বলেন, চীনের নাগরিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তাদেরকে অভিযান পরিচালনাকারীরা ধরতে সক্ষম হন।
হাসিম বলেন, চীনের নাগরিকরা সম্ভবত টেকনেশিয়ান। তারা ওই কোম্পানিতে চীনের যেসব মেশিন লাগানো ছিল তা মেরামত করতো।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সৌদিতে এখন মাটি কামড়ে টিকে থাকাটাও মুশকিল!

‘যেখানে হাত দিয়েছি, সেখানেই বরকত পেয়েছি’

সৌদি-ফেরত নারী শ্রমিকদের গ্রহণ করছে না পরিবার

এখন মাটি কামড়ে টিকে থাকাটাও মুশকিল সৌদিতে!

সৌদি থেকে ফিরছেন আরও ২৭ নারীকর্মী

সৌদিতে অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু